ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফল স্থগিত,পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফল স্থগিত করে এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে পাবনা পৌরসভা নির্বাচনের ভোট পুনরায় গণনা চেয়ে নির্বাচন কমিশনের আবেদনের পর মামলা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি।প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।


জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পান ২৭ হাজার ৮৪৭ ভোট।


এছাড়াও এই নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পান ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পান ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পান ১৬৫৯ ভোট।

ads

Our Facebook Page